রাজধানীর যে সব এলাকায় পানির সংকট আছে সে সব জায়গায় ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর.বি) এর চিকিৎসকরা।
তারা বলছেন, পানি সংকট এলাকাগুলোতে স্যুয়ারেজ লাইনের সাথেই পানির লাইন রয়েছে। সেই পানি পান করে ডায়রিয়া বা পানিবাহিত রোগ বেশি হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যাত্রাবাড়ি, শনির আখড়া, কদমতলী এই এলাকাগুলো থেকে বরাবরের মতোই অনেক ডায়রিয়া রোগী আসছে। তবে নতুন যে এলাকা থেকে রোগী আসছে তা হলো গাজীপুরের বোর্ড বাজার।
রাজধানীতে মার্চের শুরুতে বাড়তে থাকা ডায়রিয়ায় প্রকোপ আরও বেড়েছে। দিনে-রাতে রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলো। মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর.বি) এর হাসপাতালগুলোতে মিনিটে মিনিটে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মার্চের শুরুতে অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। এ কারণেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে ডায়রিয়া রোগী আসছে।
আইসিডিডিআর.বিতে শেষ ১৫ দিনে রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার তিনশ’। গত সোমবারেই এই সংখ্যা ১২ শ’ ছাড়ায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। গত দুই সপ্তাহ ধরে যে হারে রোগী ভর্তি হচ্ছে তা অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
চিকিৎসকরা জানিয়েছেন, বিশুদ্ধ খাবার পানির অভাবকে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। তবে গরমের সময় বাইরের খোলা খাবার বা বাসি পচা খাবার খেলেও ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়।