নিজেস্ব প্রতিবেদনঃ ঈশ্বরদীর চাঞ্চল্যকর ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি কুখ্যাত মোজাম্মেল হক( ৫০) অবশেষে আজ দুপুরে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার হয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।জানাগেছে, ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দীর্ঘদিন যাবৎ নানা কায়দায় ধর্ষণের চেষ্টা করে আসছিল ঐ বিদ্যালয়েরই প্রধান শিক্ষক মোজাম্মেল হক।
এ’ঘটনা চরম পর্যায়ে পৌঁছালে অভিভাবকদের সিদ্ধান্তক্রোমে ভিকটিম ছাত্রী বাদী হয়ে ঈশ্বরদী থানায় গত ২৮ মে’১৯ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন ( সংশোধনী/০৩) ১০ ধারায় একটি মামলা দায়ের করে। যার নং৭৬। ঘটনার পর থেকে আসামি পলাতক থাকায় থানা পুলিশ তাকে গ্রেফতার করতে হিমসিম খায়।
ওদিকে ঐস্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়ে। গতকাল শতশত ছাত্র ছাত্রী বিক্ষোভ করে আসামি গ্রেফতারের দাবি জানায়।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম স্বশরীরে উপস্থিত হয়ে তরিৎ আসামি গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারিরা শান্ত হয়।
এদিকে পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম নির্দেশে ওসি বাহাউদ্দীন ফারুকীর পরামর্শ ও দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার এস আই শাহীন, এএসআই শামীম ও এএসআই সেলিম সংগীয় ফোর্সসহ ঝটিকা অভিযান চালিয়ে আজ দুপুর ১ টায় উল্লেখিত স্হান থেকে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।মমঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরন করা হবে। আসামি গ্রেফতারের সংবাদ জানাজানি হওয়ার পর ভিক্টিম ও বিক্ষোভ কারীদের মধ্যে সস্তি ফিরে এসেছে।