অবহেলায় তিন বছরেই মারা গেল সিংহ ‘হীরা’

0 0
Read Time:2 Minute, 12 Second

বয়স মাত্র তিন বছর। সবে মাত্র গায়ে গতরে সত্যিকারের সিংহ হয়ে উঠেছিল সে। কিন্তু ঢাকা জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ দিতে হলো তাকে। গত কয়েকদিন ধরে একটি অসুস্থ সিংহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিল। সেই সিংহটি অবশেষে প্রাণ ত্যাগ করেছে অবহেলার বলি হয়ে। হীরা নামের এই সিংহটির মৃত্যুর খবর প্রকাশ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আফ্রিকান প্রজাতির এই সিংহটির জন্ম বাংলাদেশেই। গাজিপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ২০১৬ সালে জন্ম নেয় এই সিংহ শাবকটি। সাফারির পার্কের মুক্ত পরিবেশে স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে থাকে হীরা। বছর দুয়েকের মধ্যেই শক্তি আর ক্ষিপ্রতায় বেশ তাগড়া হয়ে ওঠে সিংহটি। অন্যান্য আফ্রিকান সিংহের মতো হুঙ্কার ছেড়ে পিলে চমকে দিতে পারত যে কোনো প্রাণীরই।

তার শক্তির পরিচয় দিতে গিয়ে ২০১৮ সালে সাফারি পার্কের একটি গেট ভেঙে ফেলতে চেষ্টা করেছিল হীরা। বিশাল আকারের সেই গেটটি লোহার তৈরি ছিল। এরপরপরই হীরাকে ঢাকা চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।

কিন্তু চিড়িয়াখানায় আনার বছর ঘুরতে না ঘুরতেই হীরাকে পৃথিবী ছাড়তে হলো। এই এক বছরের মধ্যে শক্তিশালী এই সিংহটি তার শক্তি, ক্ষিপ্রতা এবং গর্জন সবই খুইয়ে ফেলে। ঠিক কী কারণে এমনটা  হয়েছে তা এখনো জানে না কেউ। তবে ধারণা করা হচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের চরম অবহেলাতেই এমন হয়েছে। চরম মূল্য দিতে হয়েছে সিংহ হীরার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %