অভিবাসন সাময়িক স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

0 0
Read Time:2 Minute, 5 Second

মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিতের বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

সোমবার স্থানীয় সময় রাত ১০টায় এক টুইটবার্তায় এ কথা জানান ট্রাম্প।

ট্রাম্পের টুইটের সূত্র ধরে দ্য গার্ডিয়ান জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই বিষয়টি নিয়ে অনেকের সাথে আলোচনা করেছেন। তিনি শিগগির এ আদেশে স্বাক্ষর করবেন।

ট্রাম্প তার টুইটে বলেন, করোনা নামে অদৃশ্য শত্রুর আক্রমণের এই সময়ে আমেরিকার মহান নাগরিকদের চাকরি রক্ষার প্রয়োজনীয়তার জন্য সাময়িকভাবে অভিবাসন স্থগিতে যুক্তরাষ্ট্রের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করব আমি।

তবে এ আদেশ কতোদিন পর্যন্ত চলবে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি ট্রাম্প।

ট্রাম্পের অভিবাসনবিরোধী বিভিন্ন বক্তৃতা ও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির প্রতিশ্রুতির পাশাপাশি আমেরিকান কর্মীদের প্রথম রাখার বিষয়ে ট্রাম্পের যে বক্তব্য তার সঙ্গে সবশেষ এ পদক্ষেপের ঘোষণা সামঞ্জস্যপূর্ণ।

গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রে জরুরি ঘোষণার পর থেকে দেশটিতে ২২ মিলিয়নেরও বেশি মানুষ বেকার সহায়তার জন্য আবেদন করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %