শোবিজ ডেস্ক:করোনা প্রভাব পড়েছে মিডিয়াতেও। সব ধরনের শুটিংয়ে কাজ বন্ধ করা হয়েছে সংগঠনের নিষেধাজ্ঞা মেনেই। কিন্তুএর ভিতর ঘটলো অন্যরকম কান্ড,কিছু অনলাইন পোর্টালে নিউজ রটেকোনশুটিং হাউজে শুটিং হচ্ছে এবং সেখানে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। এ নিয়ে এই অভিনেত্রী পড়েছেন বিব্রতকর অবস্থায়।অভিযোগ ওঠে যে সম্প্রতি ঢাকার অদূরে হাসনা হেনা শুটিং হাউজে এনটিভিতে আগামী ঈদে প্রচারের উদ্দেশ্যে একটি সাত পর্বের নাটকের শুটিং করছিলেন পরিচালক আদিবাসী মিজান।পরিবর্তীতে জানাজানি হওয়ায় এর কাজটি হয়নি। এই নাটকে কাজ করছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এমন অভিযোগ ওঠেছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বললেন এই অভিনেত্রী।এ সম্পর্কে ঊর্মিলা বলেন, ‘আমার মায়ের ক্যান্সার।দেড় মাস হলো অপারেশন হয়েছে। কম বেশী সবাই এই খবর জানে। করোনার কারনে এজন্য মা’কে নিয়ে আরও বেশি সচেতন থাকতে হচ্ছে আমাদের। মায়ের অসুস্থ্যতার জন্য আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। সারাক্ষন মায়ের পাশে থাকতে হয় আমার।একটি প্রডাকশন থেকে আমার কাছে একটি নাটকে কাজের জন্য ডেট চাওয়া হয়। একটা অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। আমি স্পষ্ট জানিয়ে দেই বাসার এই পরিস্থিতি এবং করোনাভাইরাসের মধ্যে আমি কোথাও যেতে পারব না। আপাতত কাজটি করতে পারবো না। পরিস্থিতি ভালো হলে পরবর্তিতে আমি ডেট মিলিয়ে অবশ্যই কাজটি শেষ করে দিবো। কিন্তু এর একদিন পরেই এই শ্যূটিংকে কেন্দ্র করে মিডিয়ার কিছু কলিগরা লাগাতার ভুল নিউজ শেয়ার করা শুরু করেছেন।একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে স্বতীর্থদের এমন দূর্ব্যবহার আমাকে প্রচন্ড মানসিক যন্ত্রনা দিচ্ছে। আমি যেখানে যাইনি সেখানে আমার যাওয়ার খবর চলে এলো। আচ্ছা! আপনারা হাসনা হেনা শ্যূটিং হাউজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করছেন না কেন? আমি শুটিংয়ে গিয়েছি প্রমাণ দিতে পারলে যেকোনো শাস্তি মাথা পেতে নেবো।আমি শুটিংয়ে যাইনি, আমার নামে মিথ্যা রটানো হচ্ছে। আমাকে অহেতুক ভুল বুঝে, আমার সম্পর্কে ভুল নিউজ কেউ করবেন না প্লিজ।’এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু থেকে সাংবাদিক ভাইদের সহোযোগিতা পেয়েছি আমি। আশাকরি আগামীতেও আপনাদের সেই সহযোগিতা অব্যহত থাকবে।উড়ো সংবাদে আমার নাম ব্যবহার করার আগে দয়া করে আমার সাথে কথা বলে নিবেন। কারণ আমি সব সাংবাদিক ভাই বোনদেন ফোন ধরি এবং সবার সাথে আন্তরিকভাবে কথা বলার চেষ্টা করি। আমি সরকারি নির্দেশনা মেনে ঘরেই আছি। সবাইকে অনুরোধ করবো কেউ গুজবে কান দিবেন না। সবাই নিরাপদে থাকুন।
ছবি: সংগৃহীত