অসহায় বন্ধুদের জন্য তামান্নার ক্ষুদ্র উপহার

0 0
Read Time:2 Minute, 31 Second

শোবিজ ডেস্ক : তামান্না সরকার মডেল,অভিনেত্রী। আইন নিয়ে পড়াশোনা করছেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নবম সেমিস্টারে অধ্যায়নরত। দেশের এই ক্রান্তিলগ্নে তার নিজের এলাকা ভালুকায় ১০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। তামান্না এটাকে ত্রাণ বা সাহায্য বলতে নারাজ।
তামান্না বরেন,” তারা অামারই প্রতিবেশী, বন্ধুজন। পরিস্থিতির কারণে হয়তো তারা আজ অসহায়। এমন পরিস্থিতির শিকার আমিও হতে পারতাম। মহান আল্লাহতালার কাছে হাজার শুকরিয়া অন্তত তাদের থেকে আমি বা অামার পরিবার অনেকটা হোলেও ভালো আছি। যে দশটি পরিবারকে আমি সহযোগিতা করেছি, এটা একান্তই আমার ব্যক্তিগত টাকা থেকে। মিডিয়ায় কাজ করে, এবং আমার ভার্সিটির খরচ থেকে বাঁচিয়ে আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমার সাধ্যে যতটুকু কুলিয়েছে অামি সেটাই করেছি। ” মডেল,অভিনেত্রী তামান্না অারো বলেন, করোনার কারনে অামরা যেনো দল-মত নির্বিশেষে নতুন করে মানুষের পাশে দাঁড়াতে শিখেছি। আমরা আবার প্রমাণ করে দিয়েছি, “মানুষ মানুষের জন্য “। আমি জানি আমার এই ক্ষুদ্র উপহার এ দশটি পরিবার হয়তো খুব বেশি হোলে পাঁচ দিন চলতে পারবেন। ইচ্ছে ছিলো আরো কিছু পরিবারকে সহযোগিতা করার। কিন্তু আমার সাধ্য ছিলো না। তাই যতটুকু পেরেছি, সেটা নিয়েই পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। অল্প পরিসরে হলেও দশটি পরিবারের পাশে থাকতে পেরে মানসিকভাবে অনেকটাই আত্মতৃপ্তি পাচ্ছি। আমি মনে করি ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রয়াসই পাল্টে দেবে আমাদের সমাজকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামীতেও আমারই এই অসহায় বন্ধুদের পাশে থাকতে পারি। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %