যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বসেছিলো একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসর। এবারের অস্কারে ‘কিং রিচার্ড’ ছবির রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ। এবারের আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন কমেডিয়ান ক্রিস রক।
অনুষ্ঠান উপস্থাপনার ফাঁকে ফাঁকে নানান ধরনের রসিকতা করছিলেন সঞ্চালক ক্রিস।
একপর্যায়ে স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি। ’ তার এমন রসিকতায় বেশ চটে যান স্মিথ। অভিনেতা নিজের আসন ছেড়ে মঞ্চে গিয়ে সঞ্চালকের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেন। তবুও স্মিথের রাগ কমেনি।
নিজের আসন থেকে চিৎকার করে বলেন, ‘তোমার এসব নোংরা কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখো। ’
আলোচিত এই চড়-কাণ্ডের তিনদিন পর গতকাল বুধবার রাতে ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’ নামের অনুষ্ঠানে হাজির হন সদাহাস্য ক্রিস। এসময় তিনি উইল স্মিথের নাম না করেই ইঙ্গিত করে কিছু কথা বলেন। একাডেমি অ্যাওয়ার্ড বা উইল স্মিথের নাম উচ্চারণ না করেই তিনি বলেন, ‘আমি এখনো ভাবছি, সেদিন ঠিক কী হয়েছিল? মনের মধ্যে এখনো সেই মুহূর্তটি নিয়ে ভাবনা চলছে।
এর আগে, শুরুতেই ক্রিস বলেন, ‘আপনাদের সপ্তাহটা কেমন কাটল? আমি কিন্তু ছোটখাট কিছু অদ্ভুত ব্যাপার বাদে ভালোই আছি। আপনারা যদি ওই ঘটনা (অস্কারের চড়-কাণ্ড) নিয়ে আমার কথা শুনতে আসেন, তাহলে কিন্তু হবে না। এই ঘটনার আগেই স্ট্যান্ড-আপ কমেডি অনুষ্ঠানের জন্য দীর্ঘ চিত্রনাট্য তৈরি করে রেখেছি। ’
এদিকে, চড়-কাণ্ডের পর এই প্রথম জনসমক্ষে কোনো শো-তে অংশ নেওয়ায় ক্রিসের এ অনুষ্ঠানে দর্শকদের উপচে পড়া ভীড় ছিলো। এই কমেডি অভিনেতা মঞ্চে আসার পরই প্রায় দুই মিনিট ধরে চলে করতালি।
অস্কারের মঞ্চে স্মিথের হাতে চড় খাওয়ার পরও তিনি স্বাভাবিক ভাবেই অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় মুগ্ধ হন দর্শকেরা।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ‘জি আই জেন’ সিনেমার নায়িকার মাথায় চুল কম থাকা নিয়ে সে সময় বেশ চর্চা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম। আর এ জন্যই রসিকতা করে তাকে ‘জি আই জেন ২’-এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন সঞ্চালক ক্রিস।
সূত্র : সিএনএন ও ডেইলি মেইল।