শোবিজ ডেস্ক :গত ১৮ই অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল গুলশান 2 এ অবস্থিত Allure Signature Beauty Saloon এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। অর্গানিক এবং হারবাল পদ্ধতিতে রূপচর্চায় এই বিউটি পার্লার টি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে স্বতন্ত্রতা এবং আন্তরিকতা দিয়ে তারা ছুঁয়েছে অসংখ্য রমণীর হৃদয় ।
শুধুমাত্র গুলশান সোসাইটি নয় ঢাকা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের নারীরা তাদের সেবা নিচ্ছে জন্মদিনে উক্ত বিউটি সেলুনে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চম্পা সুগায়িকা সুকন্যা মজুমদার ঘোষ এবং সমাজের গণ্যমান্য অনেক পরিচিত মুখ এছাড়াও তাদের নিয়মিত সেবা গ্রহীতাদের জন্য ছিল আকর্ষণীয় গিফট হ্যাম্পার জন্মদিন উপলক্ষে আলোর সিগনেচার বিউটি সেলুনের কর্ণধার এবং লন্ডন গ্রেস ইন্টার্নেশনাল স্কুল এর প্রিন্সিপাল মাফরুদা খান এলিন বলেন গুণগত মান ও সেবা দ্বারাই Allure Signature Beauty Saloon জিতে নিতে চায় তাদের সেবাগ্রহীতাদের হৃদয় ।প্রথম জন্মদিনে একের পাশে যোগ করতে চায় আরো অনেক শূন্য। জন্মদিনে সবাইকে পাশে থাকার জন্য মাফরুদা খান এরিন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন । Allure Signature Beauty Saloon এর বিশেষত্ব হচ্ছে তারা বয়স্ক এবং ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন যা অন্যান্য বিউটি সেলুন থেকে তাদেরকে স্বতন্ত্র করেছে । Allure Signature Beauty Saloon সেলুনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।