শোবিজ ডেস্ক:বাংলাদেশের টিভি মিডিয়ায় কাজের পর এরইমধ্যে মুম্বই শোবিজ ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে ইসরাত জাহান তন্বীর। কিছুদিন আগেই প্রাইমফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘থারকিস্তান’ শীর্ষক হিন্দি ওয়েব সিরিজ। জগদীপ ভাটিয়া এটি পরিচালনা করেন। এখানে তন্বীর অভিনয় ও সাহসী উপস্থাপনা বেশ প্রশংসিত হয়। আর তারই ধারাবাহিকতায় বর্তমানে তিনি নিয়মিত কাজ করছেন মুম্বইতে। তার হাতে রয়েছে বিভিন্ন প্রজেক্ট। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করলেও খুব শিগগিরই মুম্বইতে ফিরবেন নতুন কাজের জন্য। নেটফ্লিক্স এর নতুন একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন তিনি।এর নাম ‘সোচ না থা’। আর এর প্রধান চরিত্রে অভিনয় করবেন ইসরাত জাহান তন্বী। এখানে তাকে দেখা যাবে একজন আইপিএস পুলিশ অফিসারের ভূমিকায়। জীবন চলার পথে মেয়েদের স্ট্র্যাগল নিয়ে এর গল্প তৈরি হয়েছে। এ বিষয়ে তন্বী বলেন, বর্তমানে বাংলাদেশে রয়েছি। ক’দিন পরই ‘সোচ না থা’ এর শুটিংয়ে অংশ নিতে মুম্বই যাবো। বেশ সুন্দর একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজটি। সব মিলিয়ে আশা করছি খুব ভালো একচি কাজ হবে। এছাড়াও হাতে আরো কিছু কাজ রয়েছে। ব্যাটে বলে মিলে গেলে কাজ করা হবে। ॥
আইপিএস পুলিশ অফিসারের ভূমিকায় তন্বী
Read Time:1 Minute, 53 Second