আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদকে ছাড়াই মাঠে নামে টাইগাররা। ম্যাচে বাংলাদেশকে ৩৩ রানে পরাজিত করেছে আইরিশরা।
আইরিশদের দেওয়া ১৭৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৫ রানেই তিন উইকেট হারায় টাইগাররা। সাজঘরে ফিরেন মোহাম্মদ নাঈম (৩), লিটন দাস (১) ও মুশফিকুর রহিম (৪)।
এরপর সৌম্য সরকার আর নুরুল হাসান সোহানই যা একটু প্রতিরোধ গড়েন। সোহান ২৪ বলে ৩৮ ও সৌম্য ৩০ বলে ৩৭ রান করেন। ইনিংসের শেষ বলে মুস্তাফিজুর রহমানের আউটের মধ্যে দিয়ে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
এর আগে গ্যারেথ ডিলানির ৫০ বলে ৮৮ রানের ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। অধিনায়ক বালবার্নি করেন ২৫ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন। নাসুম আহমেদ ৩ ওভারে ৩৩ রান দিয়ে শিকার করেন একটি উইকেট। শরিফুল ইসলাম ৪ ওভারে ৪১ ও মুস্তাফিজুর রহমান ৪০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।