আগামীকাল রংপুর মাতাবেন বর্ষা

0 0
Read Time:1 Minute, 27 Second

শোবিজ ডেস্ক:প্রান আর এফ এল আয়োজিত রংপুর ‘ভিন্ন জগত’ এ আগামীকাল ১৪ জানুয়ারী গানের সুরে মাতাবেন এ প্রজন্মের ব্যস্ততম কণ্ঠশিল্পী বর্ষা চৌধুরী। দর্শকদের মন মাতাতে সরাসরি পারফরমেন্স করবেন তিনি । বর্ষা জানান, টিভি শো আর উপস্থাপনা ,প্লে-বেক এবং নতুন নতুন কিছু গান এর কাজে নিয়ে ব্যস্ততা যাছে প্রচুর, সংগীত প্রেমি মানুষদের সাথে সরাসরি কথা বলার এবং তাদের কাছ থেকে ১টি স্টেজ পারফোমেন্স এর মাধ্যমই আমি বুঝি তারা আমার কাছে কি ধরনের মৌলিক গান পেতে চায়। বর্ষা এ ও জানান আগামী মাসে আমেরিকার ডালাস শহর মাতাতেও জাচ্চেন তিনি। এ যাবত বর্ষা চৌধুরীর মৌলিক গান এর সংখ্যা ৬৪ যার মধ্যে যায়গা করেছে সাধারনের মনে প্রাই ডজন খানেক প্লে-বেক যার বেশির ভাগ আইটেম সং । সর্বশেষ বাসুদেব ঘোষ এর সংগীত আয়োজনে ১ম গেয়েছিলেন রবিন্দ্রসঙ্গীত ‘মায়াবন বিহারিনি’ ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %