আজও মৃত্যু নেই, শনাক্ত ৮১

0 0
Read Time:2 Minute, 25 Second

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। গতকালও মৃত্যুহীন ছিল দেশ। তবে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছেন ৮১ জন। গতকাল ৭৩ জন শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর। সেই হিসাবে এক দিনের ব্যবধানে শনাক্ত কিছুটা বাড়লো।

এর আগে গত ২৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা চার দিন করোনায় মৃত্যুহীন ছিল দেশ। তবে ২৮ মার্চ অধিদফতর একজনের মৃত্যুর কথা জানায়। ৩০ মার্চ দুই জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর। তবে ৩১ মার্চ মৃত্যুহীন ছিল দেশ।

শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২২ জন। আজকের রোগী নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৯৩ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ, দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৭ হাজার ৩৭০টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪১৩টি। দেশে এখন নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৪২০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৭৬ হাজার ১৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৫৫ হাজার ৪০২টি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *