শোবিজ ডেস্ক:সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী মাটি রহমান। শৈশব থেকেই গানের সঙ্গে তার সখ্যতা। এখনো শিখছেন গান। ওস্তাদ লালিম হক, রেজোয়ান আলি লাভলু এবং অশিত দে তার গানের শিক্ষক। গান নিয়েই তরুণ এই গায়কের স্বপ্ন-সাধনা। তারই ধারাবাহিকতায় মাটি রহমান নিয়ে আসছেন তার নতুন গান ‘দিল মশগুল’। মাসুদ আহমেদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইফতেখার লেলিন। রেজা মাহমুদের ভিডিও পরিচালনায় গানটির মডেল হিসেবে আছেন মার্জিয়া মৌ ও আলিফ। থাকছে মাটি রহমানের উপস্থিতিও।এই গান প্রসঙ্গে মাটি রহমান বলেন, ‘এটি একটি সূফী ঘরনার গান। বেশ সময় নিয়ে শ্রোতা-দর্শকের ভালোলাগার কথা চিন্তা করেই গান-ভিডিওটি করা হয়েছে। আশা করছি ভালো লাগবে সবার।’বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গান-ভিডিও ‘দিল মশগুল’। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
আজ আসছে মার্জিয়া মৌ’র ‘দিল মশগুল’
শোবিজ ডেস্ক:সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী মাটি রহমান। শৈশব থেকেই গানের সঙ্গে তার সখ্যতা। এখনো শিখছেন গান। ওস্তাদ লালিম হক, রেজোয়ান আলি লাভলু এবং অশিত দে তার গানের শিক্ষক। গান নিয়েই তরুণ এই গায়কের স্বপ্ন-সাধনা। তারই ধারাবাহিকতায় মাটি রহমান নিয়ে আসছেন তার নতুন গান ‘দিল মশগুল’। মাসুদ আহমেদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইফতেখার লেলিন। রেজা মাহমুদের ভিডিও পরিচালনায় গানটির মডেল হিসেবে আছেন মার্জিয়া মৌ ও আলিফ। থাকছে মাটি রহমানের উপস্থিতিও।এই গান প্রসঙ্গে মাটি রহমান বলেন, ‘এটি একটি সূফী ঘরনার গান। বেশ সময় নিয়ে শ্রোতা-দর্শকের ভালোলাগার কথা চিন্তা করেই গান-ভিডিওটি করা হয়েছে। আশা করছি ভালো লাগবে সবার।’বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গান-ভিডিও ‘দিল মশগুল’। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।