পাঁচ দিনের সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় কিশোরগঞ্জ সদরসহ হাওর অধ্যুষিত মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন তিনি। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সোয়া ৩টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেবেন।
মিঠামইনে পৌঁছার পর বিকেল সোয়া ৪টায় মিঠামইন ডাকবাংলোতে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। বিকেল সাড়ে ৪টার দিকে মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, সুধীজন ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় শেষে নিজ বাড়ি কামালপুরে রাত কাটাবেন রাষ্ট্রপতি। পরদিন সোমবার মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে সড়কপথে ইটনা যাবেন। সেখানেও উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করবেন তিনি।
আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
Read Time:1 Minute, 47 Second