আজ গোল্ডেন সংয়ে গাইবেন অনন্যা আচার্য্য

0 0
Read Time:1 Minute, 8 Second

শোবিজ ডেস্ক :বৈশাখী টিভির মিউজিক্যাল শো তিব্বত লাক্সারি সোপ ‘গোল্ডেন সং’য়ে গাইবেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ সোমবার রাত ৮টায়।সানজিদা তন্বির উপস্থাপনায় এই অনুষ্ঠানে অনন্যা নিজের পছন্দ অনুযায়ী দর্শকদের ভালো কিছু গান উপহার দিবেন। লিটু সোলায়মানের প্রযোজনায় তিব্বত লাক্সারি সোপ ‘গোল্ডেন সং’য়ের প্যানেল প্রযোজক রবিউল হাসান সুজন। অনুষ্ঠানে অনন্যার গান কিছুক্ষণের জন্য হলেও দশর্কদের মোহময় আবেশে আচ্ছন্ন করবে বলে মনে করছেন আয়োজকরা।এ ব্যাপারে অনন্যা বলেন, ‘বৈশাখী টিভিতে গান গাইতে পেরে সত্যিই খুব ভালো লাগে। আশা করি, গানগুলো দশর্কদের অনেক ভালো লাগবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %