0
0
Read Time:1 Minute, 0 Second
রিফাত রাহুল খাঁন: তরুণ প্রজন্মের অন্যতম সংগীতশিল্পী স্মরণ।নিজের সুললিত কন্ঠ দিয়ে অধিষ্ঠিত হয়েছেন হাজারো দর্শকের মণিকোঠায়।দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ” আমার যতো গান”এ আজ গাইবেন তিনি। এ সম্পর্কে স্মরণ
বলেন ; অনুষ্ঠানটি বেশ ভালো লাগার অনুষ্ঠান। এটি আমার নতুন বছরের প্রথম ফোনোলাইভ অনুষ্ঠান।অত্যন্ত যত্নসহকারে গান করতে চেস্টা করবো।আশা করছি সকলের ভালো লাগবে।অনুষ্ঠানটি চ্যানেল আই টিভির নিয়মিত দর্শকদের ভালো লাগবে। অনুষ্ঠানটি আজ দুপুর ৩:৩০ থেকে সরাসরি চ্যানেল আই টিভিতে সম্প্রচারিত হবে।