0
0
Read Time:43 Second
শোবিজ ডেস্ক:তরুণ প্রজন্মের অন্যতম নৃত্যশিল্পী ডা. প্রথমা দাস। আজ তার জন্মদিন। জন্মদিন সম্পর্কে তিনি জানান; জন্মদিন প্রতিটি মানুষের জীবনের বিশেষ একটি দিন। এ বিশেষ দিনটি নিয়ে আমার সব সময়ই উৎসব বিরাজ করে। দিনটি পরিবারের সাথে নিজেরমত করেই কাটাতে চাই। শুভাকাঙ্খীদের বেশ শুভেচ্ছা বার্তা পাচ্ছি। সকলে আমার জন্য আশীর্বাদ করবেন; যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়।