বিনোদন প্রতিবেদক: ক’দিন আগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল মিঃ অ্যান্ড মিস ফটোজেনিক ২০১৯ প্রতিযোগীতা। যেখানে দেশের সব প্রান্ত থেকে অডিশন নেয়া হয়েছিল কয়েক হাজার নতুন তরুণ-তরুণীর। যারা মিঃ অ্যান্ড মিস ফটোজেনিক ২০১৯ প্রতিযোগীতায় অংশ নেয়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ১০০০ জন অংশগ্রহণকারী পাওয়া যায়। বরাবরের মতো এবারের অডিশনেও তরুণ-তরুণীদের অংশ গ্রহণ ছিল ব্যাপক। মিঃ অ্যান্ড মিস ফটোজেনিক ২০১৯ যৌথ ভাবে আয়োজন করেছেন ওয়ালিজ এসোসিয়েটস এবং সিমুড ইভেন্টস।
ওয়ালিজ এসোসিয়েটস থেকে ওয়ালি আহমেদ বলেন, ‘আমরা যখন কোনও ইভেন্ট, ফ্যাশন শো বা পণ্য লঞ্চ বা অন্য কোনও ইভেন্ট করি, বেশির ভাগ ক্ষেত্রে আমরা একই পরিচিত মুখটি দেখতে পাই। কোনও নতুন নতুন মুখ খুঁজে পাওয়া কঠিন। এই জিনিসটি আমার মনে ক্লিক হয়েছিল এবং আমরা মিঃ সন্ধানের এই প্রোগ্রামটি শুরু করি। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অংশগ্রহণ করেছে অসংখ্য প্রতিযোগী। প্রতিযোগীদের মধ্য থেকে পরবর্তী ধাপের জন্য বেছে নেওয়া হয়েছে কিছু সংখ্যক তরুণ-তরুণীকে। যারা পরবর্তী ধাপে পূর্বের প্রতিযোগীদের সাথে গ্রুমিং সেশনে অংশ নিয়েছে। ৩ দিনের অডিশন রাউন্ড মিলিয়ে মত প্রতিযোগী বাছাই হয়েছে ২৫ জন। যাদের মধ্য থেকে গ্রুমিংয়ের পর পুনরায় বাছাইয়ের মাধ্যমে নেয়া হবে টপ ১৪ কে, যাদের মধ্যে থাকবে ৭ জন তরুণ ও ৭ জন তরুণী। ৩য় দিনের অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন মডেল রুমা, মডেল ও অভিনেত্রী তমালিকা কর্মকার, ডান্স ডিরেক্টর ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেতা ইমতু রাতিশ। আজ শনিবার (৩০ নভেম্বর) আর কে টাউয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিঃ অ্যান্ড মিস ফটোজেনিক ২০১৯ সেমিফাইনাল।’
ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। এবারের আয়োজনে ড্রেস স্পন্সর হিসেবে ছিলেন স্মারটেক্স। বরাবরের মতই উপাস্থাপিকা হিসেবে ছিলেন জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী বারিশ হক। মার্কেটিং পার্টনার হিসেবে আছেন সৈকত জোয়ারদার (ব্ল্যাক লিফ)। ফুড পার্টনার হিসেবে রয়েছে বিয়ে বাড়ি। সিটি এফ এম ৯৬.০০ (রেডিও পার্টনার), অপূর্ব ডান্স স্কুল (ডান্স গ্রুমিং পার্টনার), রেড (বিউটি পার্টনার), ফাহিম হোসাইন (ফটোগ্রাফি পার্টনার), ফ্রলেন ফ্যাশন লিঃ (আউটফিট পার্টনার ফোটশুট রাউন্ড) এবং এস্কেয় (ডেকোরেশন পার্টনার)।