0
0
Read Time:55 Second
রিফাত রাহুল খাঁন: দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন যমুনা টিভির বিশেষ অনুষ্ঠান “ছুটির রাতে লাইভ” অনুষ্ঠান। এতে আজকে অংশ নিবেন প্রজন্মের অন্যতম কন্ঠশিল্পী হৈমন্তী; সমরজিৎ রয়; অনন্যা আচার্য্য। এ অনুষ্ঠানটি প্রসঙ্গে কন্ঠশিল্পী হৈমন্তী বলেন; বেশ চমৎকার একটি অনুষ্ঠান। আশা করছি দর্শকদের ভালো লাগবে ।
অনুষ্ঠানটি সম্পর্কে অনন্যা বলেন; বেশ সফলভাবে অনুষ্ঠানটিতে গান গাওয়ার চেস্টা করবো। সকলের দেখার আমন্ত্রণ রইল। শফিক পাহাড়ীর প্রযোজনায় অনুষ্ঠানটি যমুনা টিভিতে আজ রাত ১১টা-থেকে ১২:০০টা পর্যন্ত লাইভ প্রচারিত হবে ।