0
0
Read Time:1 Minute, 26 Second
রিফাত রাহুল খাঁন;শোবিজ ডেস্ক:দেশে অঘোষিত ভাবে লকডাউন চলছে। আর এই সময়ে মানুষজন অলস ভাবে দিন কাটাচ্ছেন। আর এই অলস সময়কে ব্যস্ত করে তুলতে “ষ্টে এট হোম” নতুন আয়োজন করেছে ঢাকা ১৮.কম।এই লকডাউনের সময়ে ক্রীড়া কিংবাবিনোদন এর সকল কাজ স্থগিত করা রয়েছে। আর এই ব্যক্তিত্বদের ফেইসবুক লাইভে নিয়ে এসেছে ঢাকা ১৮.কম। এই লাইভের কারণে তাদের ভক্তরা কোয়ারেন্টাইনে থেকে নতুন উদ্যম পাচ্ছে।
ক্রীড়া ব্যক্তিত্বরা কিংবা অভিনেতা-অভিনেত্রীরা আর “ষ্টে এট হোম” তে এসে ভক্তদের সাথে হোম কোয়ারেন্টাইন শেয়ারসহ দিচ্ছেন নানা টিপস।এর ধারাবাহিকতায় আজ রাত ৯:০০ টায় থাকছেন অনুুষ্ঠান উপস্থাপক ও রেডিও জকী ফারজানা তিথী।অনুষ্ঠানের শুরু থেকেই উপস্থাপনায় রয়েছেন ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার ও গ্রুমিং ইন্সট্রাকটর এবি ওয়ালিউদ্দিন সুজন। এছাড়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে লাইভ-টুওয়েব।