আ’ত’ঙ্কি’ত হবেন না,হাঁচি-কাশি, জ্বর মা’থা ব্যাথা মানেই করোনা নয়

0 0
Read Time:2 Minute, 13 Second

সর্দি, হাঁচি, কাশি, মা’থা ব্যাথা হলেই নিজেকে করোনা আ’ক্রা’ন্ত ভেবে হতাশ হবেন না,

অন্য অনেক কারণেও এমন হতে পারে। তবে এমন উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

আর করোনায় আ’ক্রা’ন্ত হয়ে গেলে উপজে’লা, জে’লা হাসপাতালে করোনার চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা না থাকলে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল,

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কিংবা সংক্রামক ব্যাধি হাসপাতালে অ’তি দ্রুত চিকিৎসার জন্য চলে আসা উচিত।

এই হাসপাতাল গুলোতে করোনার চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

করোনা ভা’ইরাস অন্যান্য ভা’ইরাসের তুলনায় ভারী,তাই এটি মাটি,মেঝে/ফ্লোরেও অবস্থান করে।

তাই মেঝে সব সময় পরিষ্কার রাখবেন। হাত-পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখু’ন।

খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষের সাথে হাতে হাত মেলানো, কোলাকুলি, জনসমাগম স্থানে যাওয়া থেকে আপাতত বিরত থাকুন। যেখানে সেখানে কফ, থুথু ফেলবেন না।

হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু /রুমাল ব্যবহার করুন। রুমাল ব্যবহারের পর সেটা আবার ধুয়ে নিন। নিজে যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং পরিবারের সদস্যদেরও সচেতন করুন।

সব কিছুই সৃষ্টিক’র্তার ইচ্ছে, তাই সর্বোপরি সৃষ্টিক’র্তার শরণাপন্ন হোন, তাঁর প্রতি ভরসা রাখু’ন এবং নিজেরা সচেতন থাকুন।

লেখক: তাজ ইবনে মোস্তাক, মেডিকেল শিক্ষার্থী, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %