0
0
Read Time:56 Second
মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কাছে ফেসবুকে প্রতিকার চাইলেন বঙ্গবন্ধু পরিবারের ও জননন্দিত নেতা ব্যারিস্টার তৌফিকুর রাহমান এর সহধর্মিণী সামিয়া নওশীন রাহমান ।
তিনি ফেসবুক ডিএনসিসি মেয়রের উদ্দেশ্যে বলেন
উত্তর সিটি কর্পোরেশন অধীনস্থ অঞ্চলগুলতে মশার যন্ত্রণায় থাকা মুশকিল হয়ে পড়েছে।মনে চায় সন্ধ্যার পর থেকে বাক্সর ভিতর ঢুকে বসে থাকি। কুটনৈতিক পাড়াতেই এই অবস্থা! কামান দাগা দিয়েও মশা মারা গেল না।
আতিক ভাই, আর পারি না… এবার বাঁচান….