কুমিল্লায় আদালতে এজলাসে বিচারকের সামনেই এক আসামির ধারালো ছুরির আঘাতে খুন হয়েছেন একই মামলার আরেক আসামি।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১২ টার দিকে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, আসামিরা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এরা দুজনই একটি হত্যা মামলার আসামি। তাদের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়।
সৈয়দ নুরুল ইসলাম বলেন, দায়রা জজ তৃতীয় আদালতে জেলার মনোহরগঞ্জের একটি হত্যা মামলার শুনানি চলছিল। সেই শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন মামলার দুই আসামি হাসান ও ফারুক। দুপুর ১২ টার দিকে ওই মামলার আসামি হাসান আরেক আসামি ফারুককে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হন ফারুক। তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান, নিহত ফারুক এবং হামলাকারী হাসান দুইজন সম্পর্কে মামাত-ফুফাত ভাই। একটি মামলার শুনানি হাজিরা দিতে মনোহরগঞ্জ থেকে তারা আদালতে এসেছিলেন। তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।