খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে আজ সোমবার সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করবে বাম জোট। জোটের নেতারা হরতাল সফল করতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল দেশের বিভিন্ন এলাকায় হরতাল সফল করার আহ্বান জানিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে।
গত ১১ মার্চ জোটের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ ঘোষণা দেন। পাশাপাশি গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আশা করি জনগণের ব্যাপক সমর্থনে এই হরতাল সফল হবে। সকাল ৬টা থেকে রাজধানীর বিভিন্ন স্পটে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কর্মীরা হরতাল কর্মসূচি পালন করার জন্য অবস্থান নেবেন। দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট, শপিং মলসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখা হবে। তবে সব ধরনের জরুরি পরিষেবা হরতালের আওতামুক্ত থাকবে।
এদিকে বাম জোটের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। হরতালে বিএনপির সমর্থন ও সহায়তা থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হরতালে সহিংসতা হলে জনগণের জানমাল বাঁচাতে নিরাপত্তা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে। কেউ যদি রাস্তায় প্রতিবন্ধকতা করার বা ভাঙচুর করে অথবা কেউ যদি কোনো ধ্বংসাত্মক কাজ করে, তাহলে অবশ্যই নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে।