আফজাল সু’র বিজ্ঞাপনে প্রিয়াঙ্কা জামান

0 0
Read Time:1 Minute, 30 Second

রিফাত রাহুল খাঁন:২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু প্রিয়াঙ্কা জামানের।এরপর আড়ং ও আরএফএল, ‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’,আমিন জুয়েলার্সসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিলবোর্ডের মডেল হন তিনি। কিছু নাটকেও অভিনয় করেছেন। এছাড়া কণ্ঠশিল্পী আসিফসহ প্রায় ২০টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন সময়ের আলোচিত এই মডেল ও অভিনেত্রী। সম্প্রতি নতুন বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন মডেল প্রিয়াঙ্কা জামান ও চিত্রনায়ক জয় চৌধুরী। গাজীপুরে আফজাল সু’র বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তারা। প্রিয়াঙ্কা জানান, আফজাল সু’র বিজ্ঞাপন করেছি আমরা। চমৎকার লোকেশনে কাজটি হয়েছে। প্রথমবার জয়ের সাথে কাজ করলাম। জিঙ্গেলটিও দারুণ ছিল।বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জেমস কাজল। কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। খুব শীঘ্রই বিজ্ঞাপনটি প্রচারিত হবে বলে জানা গেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %