আবহাওয়া পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ায় হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে ঘণ্টায় ৪৭ জন রোগী ভর্তি হচ্ছেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৩৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সে হিসাবে ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী।
গত ১ সপ্তাহের বেশি সময় ধরে ডায়রিয়ার এই প্রকোপ চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঢাকার আশপাশের জেলাগুলো থেকে আসছে রোগী। আর রাজধানীর মধ্যে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকা থেকেই রোগী বেশি আসছে। হঠাৎ গরম বেড়ে যাওয়া এবং স্কুল-কলেজ ও অফিসগামী মানুষের বাইরে খাবার খাওয়ার কারণে বাড়ছে রোগী। এছাড়াও যেসব এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ নেই সেসব এলাকার মানুষও ভুগছেন এই রোগে।
২০০৭ এবং ২০১৮ সালের পর এবারই এত বেশি সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মিডিয়া ম্যানেজার একেএম তারিফুল ইসলাম।
এদিকে, রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে আইসিডিডিআর,বি। চাপ সামলাতে হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু টানিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
তবে কর্তৃপক্ষ বলছেন, আতঙ্কিত না হয়ে মানতে হবে স্বাস্থ্যবিধি। বারবার হাত ধোয়া, পানি ফুটিয়ে পান করা এবং বাসি খোলা খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।