অনলাইন ডেস্কঃ
বিয়ে করেছেন অভিনেতা তাসকিন রহমান বিয়ে করলেন। পাত্রী ইতালি প্রবাসী জান্নাত ফেরদৌস। গত ১১ জুন সন্ধ্যায় দুই পরিবারের সম্মতিতে মিরপুরের একটি বাসায় এই বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে২০১৭ সালে শুরুর দিকে তিনি নুসরাত নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন তাসকিন। ওই সংসার একমাসের মধ্যেই ভেঙে যায়।
তাসকিন ঢাকা অ্যাটাক চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান। জান্নাত পরিবারের সকলের সঙ্গে ইতালির মিলানে থাকেন। সেখানেই পড়াশোনা করেন। পরিবারে দুই ভাই রয়েছে।
জানা যায় আটমাস আগে একটি পার্টিতে জান্নাতের সঙ্গে দেখা হয় তাসকিনের। সেখান থেকেই পরিচয়। গত তিনমাস ধরে প্রণয় থেকে সম্প্রতি এই পরিণয়।
আরও পড়ুনঃ সোমবার রাতে চলন্ত বাসে এক নার্সকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে
তাসকিনের বাবা আনিসুর রহমান স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনের নামকরা গীতিকার। টিভি নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু তাঁর ভাই।