আমকে এত ভয় কেন: মান্না

0 0
Read Time:1 Minute, 51 Second

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাকে এত ভয় কেন? সরাসরি সোজাসাপ্টা কথা বলি দেখে? কথা বলতে ভয় করেনি সালাম, রফিক, বরকত, জব্বার। তাদের থেকেই সাহস নিয়েই আমি সরকারের বিরোধিতা করছি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেছেন। ‘স্বৈরতন্ত্র নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য।

মান্না বলেন, নির্বাচন কমিশনের ১০ জনের নাম প্রস্তাব করেছে। কাদের নাম নির্বাচন কমিশনের জন্য প্রস্তাব করেছে সবাই দেখতে চায়। ওরা (সরকার) বলছে, বলবো না।  নামগুলো তারাই (আওয়ামী লীগ) প্রস্তাব করে রেখেছে। কথা খুব স্পষ্ট, নির্বাচন হবেই।

মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ আমাদের বলে আপনারা এখনও কী করেন সরকারকে ফেলতে পারেন না কেন? ফেলতে পারি না যেমন ঠিক, ফেলতে পারি সেটাও ঠিক। নিজেদের গোছাতে হবে। নাগরিক ঐক্যকেও গোছাতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য সাধারণ সম্পাদক শহীদুল্লা কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *