শোবিজ ডেস্ক:প্রথমবার আমির সিরাজী সিনেমা পরিচালনা করছেন। ৪০ বছর ধরে চলচিত্রে অভিনয় করছেন আমির সিরাজী। এই ৪০ বছরের অভিনয় জীবনে কোনো সিনেমা পরিচালনা করেনি তিনি। দখল তার পরিচালিত প্রথম সিনেমা। সিনেমাটিতে তানিন সুবহা প্রধান চরিত্রে অভিনয় করবেন। দখল সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী তানিন বলেন, আমির সিরাজী ভাইয়ার পরিচালিত প্রথম সিনেমা দখল। এতে সিরাজী ভাইয়া আমাকে কাস্ট করেছেন তাতে আমি খুব খুশি। তিনি আরও বলেন, দখলে আরো অভিনয় করছেন সোহেল খান,মারুফ আবিদ,তানহা মৌমাছি,পিজি মুস্তফা, রেবেকা সহ আরো অনেকে।সিনেমার গল্প প্রসঙ্গে জিজ্ঞেস করলে তানিন সুবহা বলেন, একটি গ্রামের মেয়ের প্রেমের গল্প নিয়ে চিত্রনাট্য সাজানো হয়েছে। অনেক রোমান্টিক গল্প এটি।আমার বিপরীতে রয়েছে সোহেল খান। তানহা মৌমাছি দখলে নায়কের বড় বোনের চরিত্রে অভিনয় করবেন।সিনেমাটি প্রযোজনা করছে তরুন বাংলা এবং প্রডিউসার সোহেল খান।১৩ তারিখে দখলের শুভ মহরত অনুষ্ঠিত হবে।১৮ তারিখ থেকে টানা ৮ দিন কিশোরগঞ্জে প্রথম লটের শুটিং হবে।এরপর বিভিন্ন দেশের বিভিন্ন লোকেশানে শুটি হবে।
সিনেমাটি দর্শক বেশ উপভোগ করবে বলে আশাবাদী তানিন সুবহা।
আমির সিরাজীর পরিচালনায় তানিন সুবাহ
Read Time:1 Minute, 50 Second