তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, মিমের হাত থেকে রেহাই নেই কারও৷ কখনও কখনও কোনও বিশেষ ঘটনা বা ইস্যুকে কেন্দ্র করে আমজনতার মধ্যেও অনেকেই মিমে উঠে এসেছে৷ আর এবার এই মিমেই উঠে এল প্রিয়াঙ্কা চোপড়ার নাম৷ যদিও প্রিয়াঙ্কাকে নিয়ে মিম নতুন কিছু নয়, তবে যে বিষয়টি বেছে নেওয়া হয়েছে অবশ্যই নতুন৷
আরএসএসে যোগ দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কার ছবিসহ এমনই লেখা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ কিন্তু আরএসএসে প্রিয়াঙ্কা হঠাৎ? এ প্রশ্ন উঁকি দিতেই পারে৷ আর এরই উত্তর লুকিয়ে রয়েছে একটি ছবিতেই৷ যেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা একটি খাকি নিকার পরে রয়েছেন৷ সেই সঙ্গে পরেছেন ব্ল্যাক টপ এবং ব্লু ব্লেজারও৷ প্রসঙ্গত, এই খাকি প্যান্ট সঙ্ঘের পোশাক৷ তাই প্রিয়াঙ্কাকে এই ধরণের একটি পোশাকে দেখে মিমপ্রেমীরা মিম থেকে শুরু ট্রোল শুরু করে দেয়৷ কেউ কেউ লেখে, আরএসএসের বৈঠকে বা শাখাতে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন প্রিয়াঙ্কা৷ এক ট্রোলার আবার লেখে, প্রধানমন্ত্রীর শাসনকালে আরএসএস আরও বিস্তৃত হচ্ছে৷ এবার প্রিয়াঙ্কাও হবেন প্রধানমন্ত্রী৷আরও একজন লেখেন, পিএম মোদীর সঙ্গে সাক্ষাতের পরে প্রিয়াঙ্কা আরএসএসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ আবার কেউ কেউ প্রিয়াঙ্কাকে আরএসএসের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসাডারও বলে ট্রোল করে৷