আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

0 0
Read Time:1 Minute, 50 Second

আশুলিয়া প্রতিনিধি:  বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের সামনের সড়কে পোশাক নিটওয়্যার লিমিটেড নামে কারখানার তিন শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করে।

এপ্রিল মাস চলে গেলেও এখনো মার্চ মাসের পুরো বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে বেতন পরিশোধ করা হবে কিনা, এ বিষয়ে কিছু না জানালে শ্রমিকরা সড়ক অবরোধ করে।

শ্রমিকরা বলেন, কিছু শ্রমিককে মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে। বেশিরভাগ শ্রমিক সেটা পায়নি। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা এখন বেতন দেবে না বলে জানায়। কারখানার লে-অফ ছুটির কারণে এক বছরের নিচের শ্রমিকরা এমনিতেই বেতন পাবে না; আবার যারা কাজ করেছেন, সেই বেতনও পরিশোধ করছে না।

ঢাকা শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার জানে আলম খান বলেন, বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এ অবস্থায় শ্রমিকদের বুঝিয়ে বললে তারা সড়ক ছেড়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

’সুুুত্র: খবরের আলো অনলাইন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %