রিফাত রাহুল খাঁন; শোবিজ ডেস্ক :জনপ্রিয় সংগীতশিল্পী শিল্পী আসিফ আকবর। একের পর এক গান ও ভিডিও নিয়ে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ।সেই ধারাবাহিকতায় নতুন একটি গানের ভিডিও শুটিং শেষ করেছেন তিনি।গানটির মডেল তরুণ প্রজন্মের অন্যতম মডেল ও অভিনেত্রী কাজী জারা টায়রা। নাদিয়া আফরিনের পরিচালনায় টেলিছবি ‘শুধু তোমার জন্য’তে অভিনয়ের মধ্যেদিয়ে অভিনয় ক্যারিয়ারের যাত্রা হয় তার।অল্প সময়ের মধ্যে বেশকিছু টিভি নাটকে কাজ করে দর্শকদের নজরে চলে আসেন এই তরুণ অভিনেত্রী।’লাল টিপ’ শিরোনামে গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ।আর সুর করেছেন জিকে মাজলিস, সংগীত প্রীতম ব্যানার্জি। গানটিতে আসিফ আকবরের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী জেমি ইয়াসমিন।কাজী জারা এ প্রসঙ্গে বলেন, আসিফ ভাই আমার ভীষণ পছন্দের গায়ক ও মানুষ। তার ব্যক্তিত্বে আমি মুগ্ধ। এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি খুব সাধারণ। আমার এই কাজটি নিজের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর সেটি শুধু আসিফ ভাইয়ের জন্য।গানটির ভিডিও কোরিওগ্রাফি করেছেন হাবিব।পরিচালনা করছেন সৌমিত্র ঘোষ ইমন।নির্মাতা জানান,গানটির ভিডিও ম্যাক্স ব্যাগ’এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট’-এ শিগগিরই মুক্তি পাবে।