আহমেদাবাদে সিরিজ বিস্ফোরণ মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

0 0
Read Time:2 Minute, 10 Second

দীর্ঘ ১৩ বছর পর ভারতের আহমেদাবাদে সিরিজ বোমা বিস্ফোরণ মামলার রায় দিয়েছে আদালত। রায়ে ৪৯ জন দোষীর মধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার আহমেদাবাদের বিশেষ আদালত এই রায় দিয়েছে।

২০০৮ সালের ২৬ জুলাই পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছিল আহমেদাবাদ। ৭০ মিনিটে ২১টি বিস্ফোরণ হয়েছিল সেদিন। এই হামলায় ৫৬ জন নিহত এবং আরও প্রায় ২৪০ জন আহত হয়েছিলেন। ২০০২ সালের গুজরাট দাঙ্গার বদলা নিতেই এই হামলা চালানো হয়েছিল। হামলার দিন আহত ব্যক্তিদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সেখানেও হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এ ঘটনায় সামনে আসে ইন্ডিয়ান মুজাহিদিনের নাম। ওই সময গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ।

 

তদন্তে জানা গিয়েছিল, হামলায় ব্যবহৃত আইইডিগুলি তৈরি করেছিল ইন্ডিয়ান মুজাহিদিনের আজমগড় মডিউল। আহমেদাবাদে হামলার আগে সুরাটে এই আইইডিগুলো রাখা হয়েছিল। এর পেছনে ছিল রিয়াজ ও ইকবাল ভাটকলের গ্রুপ। কর্নাটকের সন্ত্রাসী গ্রুপের হাতও ছিল এই হামলার পিছনে। একটি ভুয়া রেজিস্ট্রেশনযুক্ত গাড়ি ও খবর কাগজে মোড়া আইইডি দেখেই এই ঘটনায় বরোদা যোগের সন্ধান পান তদন্তকারীরা। কারণ খবরের কাগজটি ছিল বরোদা থেকে প্রকাশিত। এরপর বরোদায় তদন্তে নেমে একাধিকজনকে গ্রেপ্তার করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *