ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ক্রাইস্টচার্চে ফাইনালে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হলো অ্যালিসা পেরির দল।
উইকেটরক্ষক-ওপেনার অ্যালিসা হিলির রেকর্ড গড়া ১৩৮ বলে ১৭০ রানের সুবাদে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়ার মেয়েরা। ৫ উইকেটে করে ৩৫৬ রান।
যা নারী বা পুরুষদের ফাইনালে সর্বোচ্চ স্কোর।
টস হেরে ব্যাটিংয়ে নেমে রানের এই পাহাড় গড়ার পথে র্যাচেল হেইন্সের সঙ্গে ১৬০ রানের জুটি গড়েন হিলি। যা ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ। সেই সঙ্গে একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন হিলি। ছেলে বা মেয়েদের বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন তিনি।
৩৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। তবে নাটালি সিভারের অপরাজিত ১৪৮ রানের সুবাদে লড়াই জারি রেখেছিল ২০১৭ সালের বিশ্বজয়ীরা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪৩.৪ ওভারে অলআউট হয় ইংলিশ মেয়েরা।
৭১ রানে জিতে চ্যাম্পিয়নের মুকুট পরে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সাতবারই বিশ্ব চ্যাম্পিয়ন হলো অপরাজিত থেকে।
সংক্ষিপ্ত স্কোর
নারী বিশ্বকাপ ফাইনাল, ক্রাইস্টচার্চ
অস্ট্রেলিয়া ৩৫৬/৫ (৫০ ওভার): হিলি ১৭০, হেইন্স ৬৮, মুনি ৬২, শ্রুবসোল ৩/৪৬
ইংল্যান্ড ২৮৫ (৪৩.৪ ওভার): সিভার ১৪৮*, জোনাসেন ৩/৫৭, কিং ৩/৬৪