শোবিজ ডেস্ক:অস্ট্রেলিয়ান সংস্থা ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশের ব্র্যান্ড এম্বাসেডর হলেন ফ্যাশন জগতের মা বুলবুল টুম্পা। গত কিছু দিন যাবত শুনা যাচ্ছিল টুম্পা কোন সংস্থার সাথে যোগ দিবেন। কিন্তু পরিপূর্ণভাবে কিছু না হওয়ায় তিনি জানাতে পারছিলেন না। তিনি অফিসিয়ালি জানিয়েছেন কিছু কাছের মানুষদের।এ বিষয়ে টুম্পা জানান, আসলে মানুষের কল্যাণ করতে আমি এই সংস্থার সাথে যোগ হয়েছি। কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ যখন আমার সাথে যোগাযোগ করেন তখন থেকেই তাদের সকল কিছু জেনেই আমি এই নন প্রফিটেবল অরগানাইজেশনের সাথে জড়িয়েছি। আমি সবাই কে অনুরোধ করবো এই দুর্যোগে আসুন সকলে এক সাথে অসহায় গরিবদের পাশে দাঁড়াই।সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জানান, আমরা টুম্পাকে পেয়ে অনেক আনন্দি। আশা করছি ভালো কিছু হবে। পরিকল্পনা আছে টুম্পার সাথে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটেও ভালো কিছু অর্জন করতে পারবো। দেখা যাক বাকিটা আল্লাহর উপর। এই মুহুর্তে অসহায়দের পাশে দাঁড়িয়ে, তাদের জন্য কিছু করাটাই মূল উদ্দেশ্য।
ইউজিবি বাংলাদেশের শুভেচ্ছাদূত হয়েছেন জনপ্রিয় ফ্যাশন স্টাইলিস্ট; ট্রেইনার ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা
শোবিজ ডেস্ক:অস্ট্রেলিয়ান সংস্থা ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশের ব্র্যান্ড এম্বাসেডর হলেন ফ্যাশন জগতের মা বুলবুল টুম্পা। গত কিছু দিন যাবত শুনা যাচ্ছিল টুম্পা কোন সংস্থার সাথে যোগ দিবেন। কিন্তু পরিপূর্ণভাবে কিছু না হওয়ায় তিনি জানাতে পারছিলেন না। তিনি অফিসিয়ালি জানিয়েছেন কিছু কাছের মানুষদের।এ বিষয়ে টুম্পা জানান, আসলে মানুষের কল্যাণ করতে আমি এই সংস্থার সাথে যোগ হয়েছি। কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ যখন আমার সাথে যোগাযোগ করেন তখন থেকেই তাদের সকল কিছু জেনেই আমি এই নন প্রফিটেবল অরগানাইজেশনের সাথে জড়িয়েছি। আমি সবাই কে অনুরোধ করবো এই দুর্যোগে আসুন সকলে এক সাথে অসহায় গরিবদের পাশে দাঁড়াই।সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জানান, আমরা টুম্পাকে পেয়ে অনেক আনন্দি। আশা করছি ভালো কিছু হবে। পরিকল্পনা আছে টুম্পার সাথে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটেও ভালো কিছু অর্জন করতে পারবো। দেখা যাক বাকিটা আল্লাহর উপর। এই মুহুর্তে অসহায়দের পাশে দাঁড়িয়ে, তাদের জন্য কিছু করাটাই মূল উদ্দেশ্য।