ইউটিউবে জেবা’র মিউজিক ভিডিও ‘অযথা’ প্রকাশিত

0 0
Read Time:1 Minute, 33 Second

শোবিজ ডেস্ক:ইউটিউব এ জনপ্রিয় হয়ে উঠেছে আল তামিম এবং আলিফ দিপ্তের গাওয়া “অযথা” গানটি। এটি ফেনী জাংশন ২ অ্যালবামের অন্যতম সেরা গান। গানটি রিলিজ করা হয়েছে ইউটিউভ ভিত্তিক চ্যানেল “আল তামিম অফিসিয়াল-এ। গানটিতে অভিনয় করেছেন  সংগীত শিল্পী আল তামিম এবং আলোচিত  মডেল জেবা তাকিয়া শুকরিয়া। গানটি গেয়েছেন আল তামিম এবং আলিফ দিপ্ত।গানটির লিরিক্স,মিউজিক করেছেন আল- তামিম, গানটির মিক্সিং এবং মাষ্টারিং করেছেন ম্যাক প্রডাকশন, মিউজিক ভিডিওটির পরিচালক ছিলেন এ.কে.এম তৌহিদ হাসান, গানটিতে প্রযোজক এবং কাস্টিং ডিরেক্টর ছিলেন রাহুল রায় মিসুক, ভিডিও ইডিট করেছেন মিনার আহমেদ নিলয়, সহকারী পরিচালক ছিলেন জাহিদুল ইসলাম, ড্রোন পরিচালক ছিলেন ফয়সাল হোসাইন, সুটিং সহযোগীতায় ছিলেন শাকিল শুভ,সাইফুল ইসলাম সাইফ।গানটি সম্পর্কজেবা জানান; ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে। বলেন, গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %