ইউনিয়ন পরিষদ নির্বাচনে তীরে এসে ডুবলো তরী

0 0
Read Time:2 Minute, 6 Second

ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হবেন এবং মনোনয়ন ফরম কিনবেন তাদের প্রতি কিছু পরামর্শ

ব্যাংকে যদি ঋণ থাকে তা নির্বাচনের মাস পর্যন্ত আপডেট করে নিবেন।

বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াসা বিল, ট্রেড লাইসেন্স যদি নিজ নামে থাকে তাহলে নির্বাচনের মাস পর্যন্ত এগুলো আপডেট করে নিবেন।

যে কোন মামলার গর হাজিরা বা ওয়ারেন্ট থেকে মুক্ত থাকবেন।

নিজের নামে কোথাও কোন মিথ্যা মামলা আছে কিনা তা খবরাখবর নিয়ে আপডেট থাকার চেষ্টা করুন।

ইনকাম ট্যাক্স ফাইল আপডেট রাখা খুবই জরুরি। দ্রুত চলতি বছরের আয়কর রিটার্ন জমা দিয়ে ক্লিয়ারেন্স সার্টিফিকেট, একনলেজমেন্ট, রিটার্নের সার্টিফাইড কপি নিজের সংগ্রহে রাখুন। মনোনয়ন সাবমিট করার সময় এগুলো প্রয়োজন হবে।

একজন অভিজ্ঞ আইনজীবী দ্বারা মনোনয়ন ফরম পূরণ করুন, সাথে আয়কর আইনজীবির পরামর্শ বাঞ্ছনীয়।

এসব বিষয়াদির প্রতি যথাযথ গুরুত্ব দিবেন। অন্যতায় আপনার প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে এবং এসব দুর্বলতার কারণে আপনার মনোনয়নও বাতিল হতে পারে।

অতএব সারাবছর মাঠে ময়দানে দেশ সেবায় যথেষ্ট অর্থ-সময়, মেধা-পরিশ্রম করে শেষমেশ সামান্য অবহেলার কারণে ঘাটে এসে তরী ডোবানো বা আপনার মনোনয়ন বাতিল হোক সেটা কোন বিবেকবান মানুষ কামনা করতে পারে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *