রিফাত রাহুল খাঁন:দেশের সিংহভাগ তারকাই অতিক্রম করছেন তিন সপ্তাহের সেলফ হোম কোয়ারেন্টিন। যেমন আছেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখ। তিনি জানান; হোম কোয়ারেন্টাইনে থাকলে কি কি করা যায়; আমরা এরকম ১৪দিনের ভিডিও বানিয়েছি। যা প্রতিদিনের কোয়ারেন্টাইনের কর্মকান্ড দর্শক দেখতে পাচ্ছেন বঙ্গবিডি ডটকম এ। ১৪ দিন আমরা কি করছি; কি খাচ্ছি; অবসর সময় বাসায় থাকলে কি কি করা যায়; কিভাবে সময় কাটাতে হয়; নাচ শিখা যায়..সবকিছুর যাবতীয় ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক। ভিডিওটি প্রতিদিন বানানো হচ্ছে; প্রতিদিনই সম্পাদনা শেষে বঙ্গবিডিডটকম এ প্রচার করা হচ্ছে। এছাড়া ইউনিসেফ ও ইউএনডিপি করোনা ঝুঁকিতে জনসচেতনতা বৃদ্ধির ভিডিওবার্তাও নিয়েছে । সেখানেও করোনা সচেতনার পরামর্শ দিয়েছি। তাছাড়া বিশ্ব খাদ্য সংস্থাও সচেতনতামূলক ভিডিওবার্তা করবে..সেটিও করবো। সর্বোপরি; জনসচেতনতাই পারে করোনা প্রতিরোধ করতে।
ইউনিসেফ ও ইউএনডিপি’র উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিতে হৃদি শেখের ভিডিওবার্তা
রিফাত রাহুল খাঁন:দেশের সিংহভাগ তারকাই অতিক্রম করছেন তিন সপ্তাহের সেলফ হোম কোয়ারেন্টিন। যেমন আছেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখ। তিনি জানান; হোম কোয়ারেন্টাইনে থাকলে কি কি করা যায়; আমরা এরকম ১৪দিনের ভিডিও বানিয়েছি। যা প্রতিদিনের কোয়ারেন্টাইনের কর্মকান্ড দর্শক দেখতে পাচ্ছেন বঙ্গবিডি ডটকম এ। ১৪ দিন আমরা কি করছি; কি খাচ্ছি; অবসর সময় বাসায় থাকলে কি কি করা যায়; কিভাবে সময় কাটাতে হয়; নাচ শিখা যায়..সবকিছুর যাবতীয় ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক। ভিডিওটি প্রতিদিন বানানো হচ্ছে; প্রতিদিনই সম্পাদনা শেষে বঙ্গবিডিডটকম এ প্রচার করা হচ্ছে। এছাড়া ইউনিসেফ ও ইউএনডিপি করোনা ঝুঁকিতে জনসচেতনতা বৃদ্ধির ভিডিওবার্তাও নিয়েছে । সেখানেও করোনা সচেতনার পরামর্শ দিয়েছি। তাছাড়া বিশ্ব খাদ্য সংস্থাও সচেতনতামূলক ভিডিওবার্তা করবে..সেটিও করবো। সর্বোপরি; জনসচেতনতাই পারে করোনা প্রতিরোধ করতে।