গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩২ জনে। এছাড়াও কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন।
এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২১ জন।
গত বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনায় মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে যায় ইতালি ,দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ৪২৭ জন করোনা আক্রান্ত রোগী। বৃহস্পতিবার পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড সেটাই ছিল যেকোনও দেশের জন্য ।
গত বুধবার ৪৭৫ জন প্রাণ হারিয়েছিলেন । তবে ইতালির মুত্যুর সংখ্যা ছাড়িয়েছে গেল শুক্রবার (২০ মার্চ)।
ইউরোপের দেশটিতে হাসপাতালে চিকিৎসাধীন এখনও ৩৭ হাজার ৮৬০ জন । অন্তত এদের মধ্যে ২ হাজার ৬৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ১২৯ জন প্রায় । ইতালির প্রদেশ শতকরা হার ৬৭ ভাগ লুম্বারদিয়ায় মৃতের।
পুরুষ ও নারীদের মৃতের শতকরা হার পুরুষ ৬২ ভাগ ও নারী ৩৮ ভাগ। ইতালিতে মারা গেছেন মাত্র ২ জন ৪০ বছরের নীচে ।
এখন পর্যন্ত করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে গিয়ে ১৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে ইতালিতে ।