ইতালিতে বাংলাদেশী পাশান্ড পিতার হাতে ৪ বছরের কন্যা নিহত

0 0
Read Time:1 Minute, 49 Second

ইতালির আরেজ্জো প্রভিন্সের লেভান ভালদারনো এলাকায় এক বাংলাদশি ৪ বছরের শিশু কন্যাকে খুন করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।স্থানীয়রা জানায় মঙ্গলবার সকালে ৪ বছরের শিশু কন্যাকে রান্না ঘরের ছুরি দিয়ে গলা কেঁটে হত্যা করে ডুবায় ফেলে দেয় পাষণ্ড বাবা। এসময় ১২ বছরের ছেলেকেও মাথায় প্রচন্ড আঘাত করে হত্যার চেষ্টা করে।আহত ছেলে দৌড়ে পাশের বাংলাদেশি এক বাসায় আশ্রয় নেয়।এ ঘটনা দেখে তাদের প্রতিবেশি একজন পুলিশকে ফোন করে।

এক পর্যায়ে পাষণ্ড ৩৯বছর বয়সী বাংলাদেশি আত্মহত্যার চেষ্টা করলে এসময় ইতালির দমকলবাহিনী ও ক্যারাবিন্যারি (সামরিক বাহিনীর একটি ইউনিট) তাদের উদ্ধার করে।
গুরতর আহত বাবা ও ছেলেকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়। বাবা এবং ছেলে দুজনেই স্থানীয় সান মারিয়া ডেল গুরসিয়া হাসপাতালে কোমায় আছে। এ ঘটনার সময় সন্তানদের মা বাজার করতে যাওয়ায় বাসার বাইরে ছিলেন । ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরধরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ।পুলিশ ভিকটিমের পরিচয় এখনো প্রকাশ করেনি। উল্লেখ্য যে ইতালিতে এসব ঘটনায় পুলিশ ভিকটিম ও অভিযুক্তদের বিস্তারিত পরিচয় তদন্তের পূর্বে প্রকাশ করে না ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %