শোবিজ ডেস্ক:হাসপাতালে শেষ হলো সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিং।গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ঢাকার মিরপুরস্থ কালসিতে হাসপাতালে দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবির ক্যামেরা ক্লোজ হয়।এর আগে সকালে রাজধানীর বসুন্ধারার তিনশ’ ফিটে একটি অ্যাকশন দৃশ্যে শুটিং করা হয়। শেষ দিনে ধারণ করা এই দৃশ্যে নায়ক ও নায়িকার মধ্যে প্রথম পরিচয় হয়। শুটিং স্পট থেকে মুঠোফেনে কালচারাল ইয়ার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। তিনি জানান, দিনে নায়ক ও নায়িকার মধ্যে প্রথম পরিচয়ের দৃশ্য এবং রাতে হাসপাতালের দৃশ্যের মাধ্যমেই আমাদের ‘সাহসী যোদ্ধা ‘ সিনেমার শুটিং শেষ হয়।নির্মাতা সাদেক সিদ্দিকী জানান, ইতোমধ্যেই সিনেমার গানের কাজ শেষ হয়েছে। আজ শেষ হলো শুটিং। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে চলতি বছরের মাঝামাঝিতে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রে দুই জুটি অভিনয় করছেন। চিত্রনায়ক ইমনের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা এবং চিত্রনায়ক আমিন খানের বিপরীতে আছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। এছাড়াও ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিপা, অভি, রেবেকা, সুব্রত, ফরহাদ, ববিসহ আরও অনেকে।সিনেমাটি প্রসঙ্গে ইমন জানান, ‘সাহসী যোদ্ধা’ একটি মৌলিক গল্পের চলচ্চিত্র। এতে আমাদের সমাজের প্রেক্ষাপট উঠে আসবে। গল্পের পাশাপাশি নির্মাণও হয়েছে সময় উপযোগী। সব মিলিয়ে এটি একটি ভালো ছবি হবে বলে বিশ্বাস করে এই নায়ক।
ইমন-শিরিন শিলার ‘সাহসী যোদ্ধা’সিনেমার শুটিং সম্পন্ন
Read Time:2 Minute, 24 Second