“যতোদিন বাঁচবো আসহায়দের পাশে থাকবো”- ইমরান উদ্দিন মোল্লাহ

0 0
Read Time:2 Minute, 14 Second

পথচারী ও রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করলেন মিরপুরের ঐতিয্য মোল্লাহ পরিবারের জননেতা আলহাজ্ব মোঃ এখলাস উদ্দিন মোল্লার বড় ছেলে মোঃ ইমরান উদ্দিন মোল্লাহ। মিরপুরের মোল্লাহ পরিবারের সাবেক এমপি মরহুম আলহাজ্ব হারুন অর রশিদ মোল্লার বড় নাতী মোঃ ইমরান উদ্দিন মোল্লা ঢাকা-১৬ আসনের জনগনের পাশে দীর্ঘদিন থেকে সুখ-দুঃখের সাথি হয়ে সাধ্য মোতাবেক  সেবা করে যাচ্ছেন।

মিরপুর-১২ নম্বরের মোল্লা মার্কেটের সামনে থেকে ইমরান উদ্দিন মোল্লা ইফতার বিতরণ করে, তিনি নিজে গাড়ী চালিয়ে ঢাকা-১৬ আসনের মধ্যে ঘুরেঘুরে মিরপুর ১১নং বাস ষ্ট্যান্ড, কালশী রোডের মাথায়, মিরপুর ১০ নম্বর কবর স্থান ও মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিভিন্ন ইজিবাইক, রিক্সা-ভ্যানচালক ও পথচারীদের মাঝে এ ইফতার বিতরণ করেন।


সম্প্রতি কিছু দিন আগেও করোনা ভাইরাসের মধ্যে দিয়ে ঢাকা-১৬ আসন বাসির মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া এলাকার মধ্যে তিনি নিজ হাতে জীবানু নাশক ঔষধ ছিটান ও ফগার মেশিন দ্বারা ধোয়া প্রয়োগ করে মশা দূর করেন।
ইমরান উদ্দিন মোল্লাহ সব সময় সুখে দুখে ঢাকা-১৬ আসন বাসির পাশে তাকে দেখা যায় এবং এলাকাবাসির নিকট তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তেমনি বর্তমান পল্লবীবাসির কাছে তিনি নয়নের মধ্যে মনি হয়ে আছেন। তার এই ভালবাসাটা তিনি ধরে রাখতে চান এবং যতোদিন বাঁচবেন ততদিন আসহায়দের পাশে থাকবেন বলে তিনি আশা ব্যাক্ত করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %