রিফাত রাহুল খাঁন: লাক্স তারকাসুন্দরী সারাকা। গতকাল রাজধানী গুলশান-০২ এর হোটেল ফোর পয়েন্ট শেরাটনে স্যামস ইভেন্ট কর্তৃক আয়োজিত সিনেকেয়ার প্রেজেন্টস উইন্টার এন্ড ওয়েডিং শপিং ফেষ্টিভ্যাল ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এ তারকাসুন্দরী। এ অনুষ্ঠানে ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট রাকিব বাবুর কোরিওগ্রাফিতে সারাকা ছাড়াও অংশ নিয়েছেন ফ্যাশন জগতেরর একঝাঁক মডেল। রেড কার্পেটে হেঁটেছেন মডেলরা। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন তারকা দম্পতি মৌসুমী ও ওমরসানি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন লীজান হারবাল লি: এর চেয়ারম্যান তানিয়া হক এবং ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সাহিদা’স বিউটি ওয়ালেট এর প্রতিষ্ঠাতা ও মেবাব এর প্রেসিডেন্ট সাহিদা আহসান ;সিনি কেয়ার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আহমেদ দিপু; মডেল ও ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পাসহ আরও অনেকে।
এ অনুষ্ঠানে মেকওভার পার্টনার ছিল মনির বিউটি লাউঞ্চ। এ ফ্যাশন শো প্রসঙ্গে সারাকা বলেন; জমকালোভাবে ফ্যাশন শোটির আয়োজন করা হয়েছে।অংশগ্রহণ করেছি; ভীষণ ভালো লাগছে। আয়োজকদের ধন্যবাদ এতো সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।”
ছবি: তাকিবুল ইসলাম সাব্বি