করোনাভাইরাস বিষয়ে সচেতন করতে দারোয়ান ও কাজের মানুষদের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে মিরপুর ডিওএইচএস এ। উত্তরবঙ্গ ৯৮-০০ গ্রুপ ও ডা. শামসিয়া ওসমান মোস্তফার সৌজন্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। রোববার দিনভর এ সামগ্রী গ্রহণ করে শতাধিক ব্যক্তি ।
এ বিষয়ে ডা. শামসিয়া ওসমান মোস্তফা বলেন, আমরা সবাই যার যার জায়গা থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। মানুষ সচেতন হলেই এই মহামারি রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, আপাতত খুব ছোট আকারে এইসব সামগ্রি বিতরণ করছি। ভবিষ্যতে সবার সহযোগিতা নিয়ে আরও বড় আকারে আমরা এই কার্যক্রম পরিচালনা করবো।
রাজধানীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে চলতি সপ্তাহেই মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কথাও জানান এ চিকিৎসক। পাশাপাশি ৯৮-০০ গ্রুপের উদ্যোগে এই কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করার কথা জানান তিনি।