0
0
Read Time:1 Minute, 11 Second
রিফাত রাহুল খাঁন:প্রজন্মের অন্যতম উপস্থাপক ও অভিনেতা ইভান সাইর। শোবিজে নিজের সুনিপুণ দক্ষতা দিয়ে নিজেকে অধিষ্ঠিত করেছেন আপন মহিমায়। আজ তার জন্মদিন। জন্মদিনে দিনটি কিভাবে কাটাবেন জানতে চাইলে তিনি বলেন; জন্মদিনে রাত ১২:০১ মিনিটের পর থেকে ভক্ত ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছি। এছাড়া আজকে রাজধানীর একটি শুটিং হাউজে আদিত্য জনির পরিচালনায় “আমি যাকে ভালোবাসি” নামের একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছি । এতে তার বিপরীতে কাজ করেছেন তাসনিয়া ফারিন। সকলে আমার জন্য দোয়া করবেন; যেন আমার আগামীদিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়। উল্লেখ্য; ইভানের গত ঈদে ১২ টি নাটক প্রচারিত হয়েছে যা দর্শকমহলে ব্যাপকহারে প্রশংসিত হয়েছে।
ছবি: শওকত মোল্লা