0
0
Read Time:1 Minute, 8 Second
রিফাত রাহুল খাঁন:তরুন প্রজন্মের মধ্যে নবাগত হিসেবে উপস্থাপনায় বেশ ভালো করছেন সুজানা জাহেদী। ঢাকা বিশ্ববিদ্যালয় এর থিয়েটার এন্ড পারফর্মিং বিভাগে অনার্স ৩য় বর্ষে অধ্যায়নরত। নিজেকে উপস্থাপিকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। শুরুটা ২০১৭ সালে মডেলিং দিয়ে শুরু হলেও; কবিতা আবৃওি করতে ; গল্প পড়ে শুনে..বলতে ভালো লাগে। তার থেকেই উপস্থাপনার প্রতি ভালোলাগা কাজ করে।
চ্যানেল২৪ এ ‘অমর২১শে গ্রন্থমেলার’ একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। যেহেতু তিনি থিয়েটার এন্ড পারফর্মিং বিভাগে পড়াশুনা করছেন তাই ভবিষ্যৎতে নাট্য পরিচালক হওয়ার ইচ্ছে রয়েছে। এছাড়া উপস্থাপনাও ভালো লাগা থেকে করছেন; ভালো অবস্থান করতে পারলে পেশা হিসেবে গ্রহণ করার ইচ্ছে রয়েছে।