এগিয়ে যাচ্ছে নুসরাতের অনলাইন শপ ‘গ্লাম এন্ড গ্লো’ বাই নুসরাত”

0 0
Read Time:1 Minute, 15 Second

শোবিজ ডেস্ক:অনলাইন শপিং এর চাহিদা দিন দিন বেড়েই চলছে। যারা সারাদিন এর কর্মব্যস্ততায় শপিং করতে সময় পান না; আবারও বড় বড় শপিং মলে গিয়ে মানুষের ভিড়ের চাপ সহ্য করে কেনাকাটা করা অসহ্যকর লাগে। তাদের জন্য অনলাইন শপিং খুবই সুবিধাজনক। এর মাধ্যমে ঘরে বসেই পছন্দমত অর্ডার করে পাচ্ছেন আপনার পছন্দের জিনিস!..তেমনি একটি ব্যতিক্রমধর্মী অনলাইন শপিং সেন্টার হলো-“গ্লাম এন্ড গ্লো বাই নুসরাত”। এখানে অনলাইন ক্রেতারা পাচ্ছে ব্যতিক্রমী সব মেয়েদের পোশাকের কালেকশন। এ প্রসঙ্গে গ্লাম এন্ড গ্লো বাই নুসরাত” এর স্বত্বাধিকারী জানান; ” আধুনিক ফ্যাশনের অন্যতম মাধ্যম আমাদের অনলাইন শপিং সেন্টার। আমাদের কালেকশনগুলোও অন্যান্য থেকে ভিন্ন। ক্রেতাদের চাহিদাও বেশ ভালো। অল্প দিনেই প্রশংসা কুঁড়াচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %