0
0
Read Time:1 Minute, 27 Second
বাংলাদেশ শিবিরে এবারও স্বস্তি ফেরালেন তাইজুল ইসলাম। একাদশে ফিরেই জ্বলে উঠলেন টাইগার স্পিনার। উইকেটে গেঁড়ে বসা দক্ষিণ আফ্রিকান ওপেনার-অধিনায়ক ডিন এলগারকে ফেরানোর পর নিজের দ্বিতীয় শিকার হিসেবে কিগান পিটারসেনকেও সাজঘরের পথ দেখালেন তাইজুল। দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভস বন্দী হন এলগার (৭০)। একই সেশনে ধৈর্যশীল ব্যাটিং করতে থাকা পিটারসেনকে (৬৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। এর আগে টসে জিতে সাবধানী শুরু করা প্রোটিয়াদের ওপেনিং জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ। দলীয় ৫২ রানে লিটনের হাতে বন্দী হন সারেল এরউই (২৪)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান করেছে প্রোটিয়ারা। ব্যাটিংয়ে আছেন টেম্বা বাভুমা (২৬) ও রায়ান রিকেলটন (০)। দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দ. আফ্রিকা।