এবার আসছে তানিন তানহা-সিদ্দিকের নাটক ” ব্যাচেলর গার্লফ্রেন্ড”

0 0
Read Time:1 Minute, 51 Second

রিফাত রাহুল খাঁন: লাক্সতারকা সুন্দরী তানিন তানহা রাজধানীর উওরার আনন্দবাড়ী শুটিং হাউজে গত দুইদিন যাবৎ সৃষ্টি মাল্টিমিডিয়ার প্রযোজনায় ফারুক আহমেদ রানার রচনা ও নয়ন মিলটনের মূল গল্প ও পরিচালনায় “ব্যাচেলর গার্লফ্রেন্ড” নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। এ নাটকটিতে দেখা যাবে; একজন মেয়ে বাসা খুঁজে পায় না; শেষপর্যন্ত একটা বাসা পায় কিন্তু ঔখানে ছেলেরা মেয়ে সেজে বাসা ভাড়া দেয়। শেষপর্যন্ত বাসা না পেয়ে মেয়েটি ওদের কথায় রাজি হয়ে বাসা ভাড়া নেয় ; পরবর্তীতে ঔখানে একজন ছেলের সাথে প্রেমহয় তাকেই বিয়ে করে মেয়েটি। এমনিভাবে গল্পটি এগিয়ে যায়। এ নাটকে তানিন তানহা ছাড়া আরও কাজ করেছেন সিদ্দিকুর রহমান ;নয়ন বাবু; অনুভব মাহবুব; তানজিম হাসান অনিকসহ অন্যান্য। নাটকটি খুব শীঘ্রই দেশের জনপ্রিয় যেকোন বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। উল্লেখ্য; তানিন তানহা;তরুণ নির্মাতা হোসনে মোবারক রুমি পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া বিভিন্ন নামী-দামী ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করেও শোবিজ অঙ্গনে বেশ ব্যস্ত রয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %