রিফাত রাহুল খাঁন; শোবিজ ডেস্ক:”কি জ্বালা দিলা তুমি’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করেত যাচ্ছেন ইমরান মাহমুদুল। গানটির ভিডিওতে তাঁর সঙ্গে মডেল হয়েছেন সায়লা সাবি।এবারই প্রথম ইমরান গানের মডেল হয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতয়োজনে ইমরান নিজেই। সম্প্রতি ঢাকার আশুলিয়ায় গ্রামীণ পরিবেশে দুই দিন ধরে গানটির ভিডিওর শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। নতুন বছরের শুরুতেই সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে। ইমরান বলেন, ‘এই গানটি আধুনিক হলেও ভেতরে হালকা ফোক ফ্লেভার আছে। গানের কথার সঙ্গে মিল রেখেই গ্রামীন পরিবেশে ভিডিওটির শুটিং করেছি। মজার বিষয় হচ্ছে ভিডিওর কিছু দৃশ্যে আমি লুঙ্গি পরে অভনয় করেছি।গল্পের প্রয়োজনে এমনটা করা। সায়লা সাবির সঙ্গে এটি আমার প্রথম কাজ। ভিডিওতে আমার সঙ্গে তার কেমেস্টিটা ভালো জমেছে। আমার ভক্ত-শ্রোতাদের ভালো লাগবে।
এবার ইমরানের গানের মডেল হয়েছেন সায়লা সাবি
রিফাত রাহুল খাঁন; শোবিজ ডেস্ক:”কি জ্বালা দিলা তুমি’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করেত যাচ্ছেন ইমরান মাহমুদুল। গানটির ভিডিওতে তাঁর সঙ্গে মডেল হয়েছেন সায়লা সাবি।এবারই প্রথম ইমরান গানের মডেল হয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতয়োজনে ইমরান নিজেই। সম্প্রতি ঢাকার আশুলিয়ায় গ্রামীণ পরিবেশে দুই দিন ধরে গানটির ভিডিওর শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। নতুন বছরের শুরুতেই সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে। ইমরান বলেন, ‘এই গানটি আধুনিক হলেও ভেতরে হালকা ফোক ফ্লেভার আছে। গানের কথার সঙ্গে মিল রেখেই গ্রামীন পরিবেশে ভিডিওটির শুটিং করেছি। মজার বিষয় হচ্ছে ভিডিওর কিছু দৃশ্যে আমি লুঙ্গি পরে অভনয় করেছি।গল্পের প্রয়োজনে এমনটা করা। সায়লা সাবির সঙ্গে এটি আমার প্রথম কাজ। ভিডিওতে আমার সঙ্গে তার কেমেস্টিটা ভালো জমেছে। আমার ভক্ত-শ্রোতাদের ভালো লাগবে।